September 21, 2024 6:20 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

September 21, 2024 6:20 am

৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সস্তায় শীত পোশাকের শপিং করার ঠিকানা জানতে চান। রইলো এই প্রতিবেদন

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

শাহিনা ইয়াসমিন, সাংবাদিক :-

শপিং করতে কে না ভালোবাসে। আলমারি যতই উপচে পড়ুক, শপিং এর নাম শুনলে এক পা তুলে রেডি। তার ওপর যদি শীতকালে শপিং তাও আবার বিনা ঘাম ঝরিয়ে শপিং করতে কার না ভালো লাগে। অনলাইনে শপিং সাইটগুলো থেকে অর্ডার করলেও কলকাতার চেনা মার্কেট থেকে রাস্তায় ঘুরে ঘুরে ফ্যাশানেবল জামা কাপড় কেনার মজাই আলাদা। শীতকাল জুড়ে চলে ছোটো খাটো অনুষ্ঠান যেমন – বিয়েবাড়ি, পিকনিক, পার্টি। এই সব অনুষ্ঠানে একটু গর্জিয়াস জামাকাপড় পড়তে হয়। কিন্তু দামটাও তো ভাবতে হবে। বড়ো দোকানের থেকে ফুটপাথের দোকানগুলোতে উইন্টার ফ্যাশন এবং ফ্যাশনেবল জামা কাপড় পাওয়া যাচ্ছে তাও আবার নাগালের মধ্যেই। কলকাতার বুকে এমনি কিছু মার্কেট আছে কম দামে মনের মতো পোশাক পাবেন।

গড়িয়াহাট, ধর্মতলা, নিউ মার্কেট, শ্যামবাজার এইসব জায়গার ফুটপাত জুড়ে পাওয়া যাচ্ছে বড়ো দোকানের মতই শীতকালিন ফ্যাশনেবল পোশাক। যেখানে শীতের ফ্যাশন শুরু মাত্র ১৫০ – ২০০ টাকা থেকে। শুধুই যে পোশাক তা নয়, ঘর সাজানো থেকে রান্নাঘরে ব্যবহৃত রকমারি জিনিসও। পার্কস্ট্রিটের ইন্ডিয়ান মিউজিয়ামের কাছের ফুটপাত থেকে শুরু করে নিউ মার্কেট তারপর ধর্মতলা পর্যন্ত ফুটপাত জুড়ে চলছে বিকিকিনি। কম দাম থেকে বেশি দাম সবরকম দামের পোশাক পাওয়া যাচ্ছে। ১৫০ টাকা থেকে শুরু তারপর ৩৫০, ৪০০, ৫০০ টাকা দামে পাওয়া যাচ্ছে শীতকালিন পোশাক। সোয়েটশার্ট, জ্যাকেট, লং কোর্ট, টুপি, স্কার্ফ, মাফলার। সবসময় দামি ফ্যাশানেবল জামাকাপড় কিনতে না চাইলে নির্দ্বিধায় চলে যেতে পারেন ধর্মতলা, গড়িয়াহাট এইসব জায়গায়। টাকাও বাঁচবে আবার ফ্যাশনও চলবে ফ্যাশনের মতো।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top