December 12, 2024 3:10 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

December 12, 2024 3:10 am

২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

লালহলুদে এলেন স্প্যানিশ স্ট্রাইকার, যোগ দেবেন ডার্বির আগে

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

The Spanish striker, who arrived in red-yellow will join before the derby

দেশ

দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ স্ট্রাইকার ইয়াগো ফালকেকে আইএসএলে খেলার জন্য চুক্তিতে সই কারলো লাল-হলুদ শিবির। যদিও ইস্টবেঙ্গেল ক্লাবের পক্ষ থেকে ফালকের সই করার কোনও খবর আনুষ্ঠানিক ভাবে জানানো হয়নি এবং কত দিনের চুক্তি সে বিষয়ও কোনও তথ্য দেওয়া হয়নি। সূত্রের খবর, আমেরিকার কলম্বিয়া ডে কালি ক্লাব থেকে ইস্টবেঙ্গলে যোগ দেবেন ফালকে। 2022 সালে এই ক্লাবে যোগ দেন তিনি। রিয়াল মাদ্রিদের ফুটবল অ্যাকাডেমিতে ফুটবল খেলা শিখলেও বার্সেলোনাতে তাঁর কেয়িয়ার শুরু হয়। ইউরোপা লিগে পাওকের বিরুদ্ধে খেলে তাঁর ফুটবলে অভিষেক। ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার ক্লাবে যোগ দেন 2011 সালে। 34 বছর বয়সী এই তারকা ফুটবলার অতীতে সাদাম্পটন, আলমেরিয়া, রায়ো ভায়েকানো, জেনোয়া, রোমা সহ একাধিক বিখ্যাত ক্লাবের হয়ে খেলেছেন। তাঁর বাঁ পাটা বাধিয়ে রাখার মতো,পুরো চাবুক। এমনই হাইপ্রোফাইল বিদেশীকে নিয়ে আসছে লালহলুদ শিবির। অন্যদিকে জেভিয়ার সিভেরিয়ো গোল করতে ব্যর্থ, এবার ক্লেটন সিলভা একা হয়ে গেলে আইএসএলে ইস্টবেঙ্গলের পক্ষে গোল করা আর সমভবপর হবে না। কারণ এখনও পর্যন্ত সুপার কাপ হোক বা আইএসএল, কার্লেস কুয়াদ্রাতের আক্রমন ভাগের প্রধান ভরসাই ক্লেইটন। সাপোর্টিং স্ট্রাইকারের অভাবে বারংবার লালহলুদকে ভুগতে হয়েছে। তাই ব্রাজিলিয়ান ক্লেইটনের সঙ্গী হিসেবে নিজের দেশের ফালকো নিয়ে আসলেন কার্লেস কুয়াদ্রাত। বিপুল পুজি নাই। তবে সমিতি অর্থেই জর্ডন এসলে, হিজাজি মাহেরের মতো ফুটবলার নিয়ে এসে নজর কেড়েছেন কুয়াদ্রাত।

আশা করা যায়, তার পছন্দের বিদেশী হওয়ায় ফালকেও লালহলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাবে আগামী দিন। জানা যাচ্ছে ইয়াগো ফালকেকে তড়িঘড়ি চুক্তিতে স্বাক্ষর করানো হয়েছে। কারণ অনেকদিন ধরেই ক্লেইটন বাদে দ্বিতীয় পজিটিভ বক্স স্ট্রাইকারের অভাব বোধ করছিল ইস্টবেঙ্গল ক্লাব। ডার্বির আগেই অনুশীলনে যোগ দেবেন তিনি। কিন্তু ডার্বিতে তাকে পাওয়া যাবে নাই ধরে নেওয়া যায় কারণ নিয়মের জাতাকল, এবং জেট ল্যাগ। অবশেষে স্প্যানিশ স্ট্রাইকারের দলে আসায় খুশির হাওয়া লাল হলুদ শিবিরে। সমর্থকরা অবশ্য এবারের আইএসএলের থেকেও আগামি বছর নিয়ে বেশি ভাবিত। কারণ এবার আইএসএলে সেরকম কিছু পাওয়া নেই লাল হলুদের। বরং যদি বাকি তিন ডার্বিতে ভালো পারফরমেন্স করা যায়। এবং আগামী বছরের জন্য কার্লেস কুয়াদ্রাতের হাতেই এবারের লাল হলুদ শিবিরের একটা কোর দল তুলে দেওয়া যায়, তা হলে সাফল্য আসতে বাধ্য, আশায় সমর্থক। কারণটা অবশ্যই কার্লেস কুয়াদ্রাত বহুদিন পর সমর্থকদের সেই আস্থা জিততে পেরেছেন এইকদিনে ভাঙাচোড়া দল নিয়ে।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top