October 8, 2024 4:59 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

October 8, 2024 4:59 pm

২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মোহনবাগানের সামনে শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

দেশ

দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক :- আগোছালো বাগানই মঙ্গলবার শুরু করছে সুপার কাপ অভিজান। কোচ বিদায়ের পর এখন দল কার্যত ছন্নছাড়া। এই অবস্থাতেই মঙ্গলবার সন্ধ্যা সাতটায় কলিঙ্গ কাপে মাঠে নামছে সবুজ মেরুন শিবির। মোহনবাগান সুপার জায়ান্টসের প্রতিপক্ষ শ্রীনিধি ডেকান ফুটবল ক্লাব। দলের মধ্য কোন্দল স্পষ্ট। গ্রুপ বাজি শুরু হয়ে গেছে বলেও জল্পনা ছড়িয়েছে। এরই মধ্যে নতুন কোচের হাতে দায়িত্ব এসেছেন। আপাত শৃঙ্খলাপরায়ন হাবাস যে দলের সঙ্গে মিশে গেলে এসব ঘরোয়া কোন্দল সামলে নেবেন তা বলাই যায়। কিন্তু সুপার কাপে আপাতত দলের পারফরমেন্স ঠিক রাখাই প্রধান কাজ টিম ম্যানেজমেন্টের। প্রধান দায়িত্বই পেয়ছেন ক্লিফোর্ড মিরান্ডা। আপাতত তিনিই ফুটবলারদের পরিকল্পনা সব বুঝিয়ে দিচ্ছেন। মুলত বিদেশী নির্ভর দলই নামবে মঙ্গলবার। কারণ অধিকাংশ ফুটবলারই এএফসি কাপের জন্য দেশের বাইরে। বাকিদের চোট। ফলে সুপার কাপে বাগানের থেকে খুব ভালো কিছু হয়ত এই মূহূর্তে আসা করছেন না সমর্থকরা। তবে যে দলে রয়েছে বিশ্বকাপার , ইউরো কাপাররা রয়েছে। সেই বিদেশীদের থেকে তো ভালো কিছু আশা করতেই পারে সমর্থকরা। হাবাস পুরোপুরি ভাবে দায়িত্ব নিলে দল সংঘবদ্ধ হবে। আপাতত সুপার কাপের ডার্বির আগে বাকি ম্যাচ জেতাই মুল লক্ষ্য হতে চলেছে বাগানের। সোমবারই ওড়িশা পৌঁছে গেলেন সুমিত রাঠি, সুহেল ভাট, আশিস রাই, আর্মান্দো সাদিকুরা। আক্রমনে বাগানের ভরসা হতে চলেছেন পেত্রাতোস, কিয়ান নাসিরি। কারণ কামিন্সকে শুরুতে যতটা ভয়ঙ্কর মনে হয়েছিল, তিনি ততটাও বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠতে পারেননি। আপাতত ম্যাচ বাই ম্যাচ গিয়ে আইলিগের দল শ্রীনিধি ডেকানের বিপক্ষে জয়ের খোঁজে সবুজ মেরুন শিবির।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Pocket
WhatsApp

Related News

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top