রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : শ্রীনিধি ডেকান ম্যাচে জয়ের পরেও খুব একটা স্বস্তিতে নেই মোহনবাগান শিবির। দলের ছন্নছাড়া মিডফিল্ড ডার্বির আগে কিভাবে ঠিক হবে, সেই নিয়েই মুল চিন্তা। দুই বিদেশী গোল করলেও মাঝমাঠে বাগানের খেলা একদমই ডানা বাঁধেনি। এর মধ্যেই আবার লালকার্ড দেখে পরের ম্যাচে নেই বাগানের অভিষেক সুর্যবংশি। শ্রীনিধির বিপক্ষে ম্যাচের সেরা হয়েছেন আশিস রাই। এই সিদ্ধান্তই বুঝিয়ে দিচ্ছে, দলের মাঝমাঠের ঠিক কি হাল হলে একজন সাইডব্যাক ম্যাচের সেরার পুরস্কার পায়। পাঁচ বিদেশী নিয়েও আইলিগের দলের বিপক্ষে এমন ফুটবল হয়ত আশা করা যায়না আইএসএলের ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের থেকে। সাদিকু, কামিন্স গোল পেয়েছেন, কিন্তু নিজেদের খেলা তারা নিজেরাই হয়ত দেখতে চাইবেন না। পেত্রাতোস ছাড়া সেভাবে চোখে পড়ল না কেউ। অলরাউন্ডার পেত্রাতোস ডিফেন্স থেকে মাঝমাঠ হয়ে আক্রমন অবদি বল বাড়ালেন। কিন্তু কোচহীন বাগান এভাবে ভালো পারফরমেন্স করতে পারবে কি সুপার কাপে? এক সপ্তাহ পড়েই সেই বহু কাঙ্খিত ডার্বি। লালহলুদ কোচ এসে বাগানের ম্যাচ দেখে গেছেন। সাজিয়ে নিয়েছেন ব্লু প্রিন্ট। বাগান টিম ম্যানেজমেন্ট কত দ্রুত দলের কম্বিনেশন তৈরি করতে পারে সেটাই দেখার।