He voted against himself. But everyone chose him as the best footballer in the world. Such is the case with Lionel Messi.
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : ভোট দিয়েছিলেন নিজের বিপক্ষে। কিন্তু তাকেই বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলার বেছে নিল সকলে। এমনই হল লিওনেল মেসির সঙ্গে। আর্জেন্তাইন সুপারস্টার ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য বেছে নিয়েছিলেন নরওয়ের স্ট্রাইকার আর্লিং হালান্ডকে। কিন্তু বাকিরা যে অধিকাংশই ভোট দিলেন লিওকেই। সেই সুবাদেই হালান্ড, এমবাপেদের পিছনে ফেলে ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতে নিলেন আর্জেন্তাইন তারকা। বর্তমানে ইন্টার মিয়ামিতে খেললেও, তার সঙ্গে যে তার প্রতি মানুষের জনপ্রিয়তা এক বিন্দু কমেনি সেটা বোঝাই যাচ্ছে। মিয়ামিতে তার পারফরমেন্সও সকলের চোখে লেগেছে।গত অক্টোবরে হালান্ড, এমবাপেকে পিছনে ফেলে ব্যালন ডি অর জিতেছিলেন মেসি। গত বছরও বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করার পর এই পুরস্কার পেয়েছিলেন লিও। এবারও বাকিদের পিছনে ফেলে পুরস্কার জিতলেন সেই মেসিই। ১৫ বারের মধ্যে এই নিয়ে অষ্টমবার ফিফা দ্য বেস্ট পুরস্কার জিতলেন আর্জেন্তিনার অধিনায়ক। এর আগে ফিফা এবং ফরাসি ফুটবল মিলে ব্যালন ডি অর দিত, সেখানেও একচ্ছত্র আধিপত্য ছিল লিওরই। এবার ফিফা দ্য বেস্টের ক্ষেত্রেও নিজের নাম আরও একবার পুরস্কার ট্রফিতে খোদাই করলেন আর্জেন্তাইন ফরওয়ার্ড। যদিও অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি লিও। সেরা কোচের পুরস্কার পান পেপ গুয়ার্দিওয়ালা। সেরা মহিলা ফুটবলারের পুরস্কার পান স্পেনের আইতানা বোনমাতি।