Metro Rail’s Chief Public Relations Officer Kaushik Mitra claimed that the Railways never said about the demolition of the Dakhineshwar Skywalk.
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : (Dakhineshwar Skywalk) দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে সাংবাদিক সম্মেলন করে হুংকারে সুরেই যে শেষ রক্তবিন্দু দিয়ে এই স্কাইওয়াক বাঁচাবেন। মুখ্যমন্ত্রীর বক্তব্য র ঘন্টা কয়েকের মধ্যেই ১৮০ডিগ্রি ঘুরে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙার কথা রেল কখনও বলেইনি দাবী করলেন মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্রের। গত শুক্রবার কলকাতা পুরসভার মেয়র ফেরা হাকিম হুশিয়ারি সুরে জানিয়েছিলেন কোন ভাবেই দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙা যাবে না। কিন্ত কবি সুভাষ-দক্ষিণেশ্বর রুটে মেট্রো পরিষেবা আরও মসৃণ করতে কিছুটা জমি চেয়েছে। তাতে দক্ষিণেশ্বর মন্দিরের স্কাইওয়াকের একাংশ ভাঙা পড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণেশ্বর স্কাইওয়াক নিয়ে মেট্রো রেলের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার কয়েক ঘণ্টার মধ্যেই তড়িঘড়ি মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, “মুখ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে রেলের কোনও বক্তব্য নেই। তবে দক্ষিণেশ্বর স্কাইওয়াক ভাঙা হবে সেকথা রেল কখনও বলেনি। এটা একটা গুজব ছড়িয়েছে।” তিনি আরও জানান, “আমাদের ওখানে কিছুটা এয়ার স্পেস দরকার একটা ক্রসওভার বানানোর জন্য। তার জন্য কটা পিলার বানাতে হবে। স্কাইওয়াক ভাঙার কোনও ব্যাপার নেই।” কৌশিক মিত্রর আরও দাবি, “সাংবাদিক সম্মেলনেও মেট্রোর জিএম সেদিন স্কাইওয়াক ভাঙার কথা বলেননি।’’মেট্রো ও রেলের কাজে সব ধরনের সহযোগিতা করেছে রাজ্য সরকার।