The High Court wanted to know the position of the state in the case regarding the change in the time of secondary examination
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : অফিস টাইম ও ব্যস্ত সময়ের যানজট এড়িয়ে মাধ্যমিক পরীক্ষাকে নির্বিঘ্নে সম্পন্ন করার জন্যই সকাল ৯ঃ৪৫ মিনিটে মাধ্যমিক পরীক্ষা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ । আজ মাধ্যমিকের সময়সূচি বদল নিয়ে মামলা শুনানিতে হাইকোর্টে এমনই জানালো রাজ্য সরকার ও মধ্যশিক্ষা পর্ষদ। জেলা স্তরের অত্যন্ত প্রান্তের পরীক্ষার্থীরা কিভাবে সকাল সকাল পরীক্ষা কেন্দ্রে পৌঁছবেন এবং তাদের অসুবিধা হলে, রাজ্য সরকার তাদের পরীক্ষা কেন্দ্রের সময়মতো পৌঁছে দিতে পারবে, এ বিষয়ে আদালতকে নিশ্চিত করতে হবে জানালেন বিচারপতিও। আপাতত শুনানি স্থগিত। দুপুর ১ টায় ফের এই মামলার শুনানি হয়।
বিচারপতি বিশ্বজিত বসু প্রশ্ন করেন, মাধ্যমিকের সময় বদল নিয়ে রাজ্যের মত কি?
রাজ্যের আইনজীবী বলেন : অফিস টাইম এর ব্যাস্ততার আগেই যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌছতে পরে তাই সময় তা 9,45 am করা হয়েছে পরের দিকে ট্রাফিক আরও বেড়ে যাওয়ায় সমস্যা আরও বাড়তে পারে। পিটিশনের পদ্ধতিগত ভুল তুলে ধরে মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রাজ্যের আইন জীবীর।
বিচারপতি: রাজ্যের প্রত্যন্ত প্রান্তের পরীক্ষার্থীদের অসুবিধার কথা ভেবে রাজ্যকে সিদ্ধান্ত নিতে হবে।
রাজ্যের আইনজীবী: পরীক্ষার্থীদের স্কুলের অবস্থানের ভিত্তিতে পরীক্ষা কেন্দ্র নির্বাচন কর হয়েছে। পরীক্ষার্থীদের অসুবিধার কথা মাথায় রেখেই schedule তৈরি করা হয়েছে।
বিচারপতি: যার নদী পেরিয়ে যারা পরীক্ষা দিতে যাবেন বোর্ড কি তাদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে? বোর্ড কে নিশ্চিত করতে হবে যাতে কোন পরীক্ষার্থীর কোনো অসুবিধা না হয়। কাল থেকেই রাজ্য বা বোর্ড হেল্পলাইন নম্বর চালু করুক। যে পরীক্ষার্থীরা অসুবিধার কথা জানাবেন তাদের সকাল ৯ টা ৪৫ মিনিটে পরীক্ষা দিতে যথাযথ সাহায্য করা হবে তা রাজ্যকে নিশ্চিত করতে হবে।