Madhyamik candidates will not give bond to get admit card :ASFHM
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ১২ই জানুয়ারি, ২০২৪ শুক্রবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাড়ে পাঁচটা পর্যন্ত কলকাতার মিত্র ইনস্টিটিউশন (মেন) এ আমাদের প্রিয় সংগঠন এএসএফএইচএম এর কেন্দ্রীয় কমিটির বর্ধিত বৈঠক অনুষ্ঠিত হয়। মূলত মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড নেওয়ার সময় আগামী ২২ তারিখ ২০২৪ এ মধ্যশিক্ষা পর্ষদের ক্যাম্প অফিসে ১০ টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে বিদ্যালয়ের প্রধান মুচ্লেখা দিতে হবে এই মর্মে যে তাঁর বিদ্যালয় এর নবম শ্রেণীর কোন ছাত্র-ছাত্রীর আর রেজিস্ট্রেশন করতে বাকি নেই। সভায় সর্বসম্মতভাবে সিদ্ধান্ত হয় যে রাজ্যের কোন বিদ্যালয়ে প্রধান ঐ মুচলেখা দেবেন না। রাজ্যের শিক্ষার ইতিহাসে কোন পর্ষদ বা সংসদ এমন ধৃষ্টতা আগে কখনোও দেখাতে পারে নি। আমরা গত ২৯ এ ডিসেম্বর ২০২৩ তারিখের পর্ষদ কর্তৃক ঐ কালা সার্কুলার বাতিল চেয়ে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি, রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী এবং রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছি। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মহোদয় কোন আইনে এমন সিদ্ধান্ত নিতে পারেন তা তাঁর কাছে জানতে চেয়ে ক্যালকাটা হাইকোর্টের মাননীয় অ্যাডভোকেটের মাধ্যমে দ্রুত চিঠি পাঠানো হচ্ছে। আমাদের তো স্কুলের প্যাড, সিল, ষ্টাম্প ই যথেষ্ট। তাহলে এগুলো কি গুরুত্বহীন? সেটা তো আগে বলতে হবে। ঐদিন ক্যাম্প অফিসে কোনোভাবেই রাজ্যের কোন প্রধান শিক্ষক-শিক্ষিকা মুচ্লেখা দেবেন না। অ্যাডমিট কার্ড দেওয়ার দায়িত্ব পর্ষদের।
নবম শ্রেণীর রেজিস্ট্রেশন এর সঙ্গে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ডের কোন সম্পর্ক নেই। অহেতুক পরীক্ষার্থী-অভিভাবক এবং বিদ্যালয়ের প্রধানদের মধ্যে বিড়ম্বনা তৈরির প্রচেষ্টা থেকে মধ্যশিক্ষা পর্ষদ যেন বিরত থাকে। সেই উদ্দেশ্যে পর্ষদের সদর দপ্তরে এবং আঞ্চলিক শাখাগুলোতে আগামী ১৬ই জানুয়ারি, ২০২৪ তারিখে সংগঠনের পক্ষ থেকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন কর্মসূচি পালিত হবে। যদি ঐ কালা সার্কুলার তাতেও প্রত্যাহার না হয় তাহলে ক্যাম্প অফিসগুলোতে পিকেটিং করে মুচলেখা না দিয়ে অ্যাডমিট কার্ড দিতে বাধ্য করা হবে না বলে চন্দন মাইতি, রাজ্য সাধারণ সম্পাদক, এএসএফএইচএম।