In terms of unemployment, after Gujarat, West Bengal, the Center’s survey showed such information!
রাজ্য
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কাজ নিয়ে বার বার যারা চুলচেরা বিশ্লেষণ করেছেন যারা কটুক্তি করেছেন বিরোধী দলগুলি আন্দোলনও করেছে। কেন্দ্রের করা সমীক্ষায় এবার সেই অভিযোগ ধাক্কা রাজ্যের বিজেপি সিপিআইএম কংগ্রেস, আই এস এফের। কেন্দ্রীয় সংস্থার রিপোর্টই বলে দিচ্ছে ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে এই সমস্যা অনেকটাই কম। স্নাতক হয়ে বেকার, এমন বেকারত্বের হার সবচেয়ে কম গুজরাতে। তারপরই দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ।
কর্মসংস্থান ও বেকারত্ব নিয়ে প্রতি বছরই সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে পরিসংখ্যান মন্ত্রকের অধীনস্থ national sample sarve office । ২০২২ সালের জুলাই মাস থেকে ২০২৩-এর জুন মাসেই এক বছরের রিপোর্টে ভারতে স্নাতক বেকারের হার ১৩.৪ শতাংশ। যেখানে পশ্চিমবঙ্গে ৭.৩ শতাংশ যা দেশের মধ্যে দ্বিতীয় সর্বনিম্ন। স্নাতকোত্তর বেকারের হারের তালিকাতে ও ভাল জায়গায় রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলা স্নাতকোত্তর হয়েও বেকারের হার ৮.৮%। ভারতে মাধ্যমিক পাস বেকারের হার ২.২%। যেখানে পশ্চিমবঙ্গের হার ১.৮%। কেন্দ্রের রিপোর্টে একের পর এক পলক বাংলার মাথায়।