Ronaldo(R9) does not know Virat!
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : বিরাট কোহলিকে নিয়ে হঠাৎই ভাইরাল ব্রাজিলিয়ান কিংবদন্তী রোনাল্ডোর একটি ভিডিও। কারণ ভারতীয় দলের এই তারকা ক্রিকেটারকে চেনেন না এমন ব্যক্তি গোটা বিশ্বে খুব কমই আছেন। কারণ বিরাট কোহলি স্রেফ ক্রিকেট খেলেন, সেটা নয়। সব খেলার প্রতিই তার রয়েছে সমান আকর্ষণ। সেটা আইএসএলের দল এফসি গোয়ার পার্টনারশিপ নেওয়ার ক্ষেত্রে হোক বা বিদেশের মাটিতে মাঝে মধ্যেই টেনিস দেখতে চলে যাওয়া। বাকি ক্রিকেটে তো তার হয় কোনও কথা বলাই যথেষ্ট নয়। অথচ এহেন বিরাটকেই নাকি চেনেন না ব্রাজিলিয়ান বিশ্বকাপজয়ী ফুটবলার রোনাল্ডো। এও কি হতে পারে নাকি। সম্প্রতি এক ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। সেখানে দেখা যাচ্ছে এক ইউটিউবার যিনি বেশ জনপ্রিয়, তিনি রোনাল্ডোকে প্রশ্ন করছেন তিনি বিরাট কোহলিকে চেনেন কিনা। অবশ্য তার শব্দ উচ্চারণ ছিল যথেষ্টই কঠিন। স্বাভাবিকভাবেই রোনাল্ডো সেই ইউটিউবারের উত্তরে বলেন তিনি বিরাটকে চেনেন না। কারণ বিরাট কোহলির নামের উচ্চারণটা খুব একটা স্পষ্ট হয়নি, ফলত ব্রাজিলিয়ান সুপারস্টারও চিনতে পারেননি তাকে। কিন্তু এর পর বিরাট কোহলির ছবি বের করে দেখাতেই ব্রাজিলিয়ান তারকা হাসি মুখে স্বীকার করে নেন যে বিরাটকে তিনি চেনেন। ক্রিকেটের বাইরেও কোহলির ফ্যানবেস এবং জনপ্রীয়তা যে বিরাট, তারই প্রমাণ মিলল আরও একবার।