Foundation laying of temporary office of Jyoti Bose Center for Social Studies and Research
কলকাতা
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : বৃহস্পতিবার দুপুরে নিউটাউন জ্যোতি বসু নগরে নির্মীয়মান জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-র অস্থায়ী অফিসে সাংবাদিক সম্মেলন করলেন সেন্টারের চেয়ারম্যান বিমান বসু, অন্যতম ট্রাস্টি মহম্মদ সেলিম। জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ-এর শিলান্যাস আগামী ১৭ই জানুয়ারি হবে বলে এদিন ঘোষণা করা হয়। উপস্থিত ছিলেন জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর সম্পাদক রবীন দেব। এছাড়া ১৭ জানুয়ারী আলোচনা সভায় উপস্থিত থাকবেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজায়ান, সীতারাম ইয়েচুরি, মহাম্মদ সেলিম।
বিমান বসু বলেন, জ্যোতি বসু সেন্টার ফর সোশ্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চ এর তরফে শিলান্যাস আগামী ১৭ জানুয়ারি ২ টোয়। আলোচনা সভা শেষ করে শিলান্যাস। স্বাস্থ্য এবং পরিবেশ নিয়ে ভবন নির্মাণ কাজের প্রথম ধাপ। আরএসএস চায় কংগ্রেস মুক্ত ভারত। অর্থাৎ কংগ্রেস কে শেষ করতে হবে। তাই কংগ্রেস কে ভেঙে তৃণমূলের জন্ম। তারই মুখ্যমন্ত্রী উনি। এতো কিছু জেনে তাঁকে ডাকা হবে কেন?
মোহম্মদ সেলিম বলেন, অর্থ সাহায্য প্রয়োজন এই প্রজেক্টের জন্য। আমাদের রাজ্যে স্বাস্থ্য শিক্ষা কৃষি যুক্তরাষ্ট্র পরিকাঠামো যাতে ঠিক রাখা যায় তার জন্য চর্চার প্রয়োজন, গবেষণার প্রয়োজন।