The husband threw the doctor wife out of the house, a case was filed in the high court
রাজ্য
নিজস্ব সংবাদদাতা : স্বামী স্ত্রী সম্পর্কে টানাপড়েন সংক্রান্ত একের পর এক মামলা রাজ্যের নিম্ন আদালত থেকে দেশের শীর্ষ আদালত পর্যন্ত। মামলার সুনির্দিষ্ট রায় দিলেও তা কার্যকর করেনি এইরকম অভিযোগ ভুরি ভুরি রয়েছে। এমনই এক ঘটনার সাক্ষী রইল শহরবাসী। চিকিৎসক স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগে নিম্ন আদালত স্ত্রীর ভরণপোষণের জন্য মাসে ৫০ হাজার করে টাকা দেওয়া হয়েছিল। স্বামী সেই নির্দেশ পালনে ব্যর্থ। উপরন্তু স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেওয়ার মতো গুরুতর অভিযোগ উঠল চিকিৎসক স্বামীর বিরুদ্ধে। মামলার বয়ানঅনুযায়ী আইনজীবী অয়ন চক্রবর্তী আদালতে জানিয়েছেন,আয়ারল্যান্ডে কর্মরত নামী চিকিৎসক প্রদীপ কুমার চৌধুরীর সাথে ২০১৩ সালে খড়গপুরের বাসিন্দা দোলন চৌধুরীর সঙ্গে পরিণয়ে আবদ্ধ হন দমদম ক্যান্টনমেন্টের আর এন গুহ রোডের বাসিন্দা প্রদীপ কুমার চৌধুরী। বর্তমানে তিনি আয়ারল্যান্ডে কর্মরত। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হন দোয়েল। তাঁর আনা বধূনির্যাতন, ভরণপোষণ সংক্রান্ত একাধিক মামলা বিচারাধীন রয়েছে বারাসাত আদালতে। সেই সংক্রান্ত মামলায় স্ত্রীকে প্রতি মাসে ৫০ হাজার টাকা করে ভরণপোষণের নির্দেশ দিয়েছে আদালত। সেই নির্দেশ কার্যকর না করায় এবার কলকাতা হাইকোর্টে দ্বারস্থ চিকিৎসক দোলন চৌধুরী।চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে।