Warner; Even if he leaves cricket, cricket cannot leave him
বিদেশ
দ্যা হোয়াইট বাংলা স্পোর্টস ডেস্ক : তিনি মাঠে এলেই খবরের শিরোনামে উঠে আসেন, তিনি হলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। কদিন আগেই অবসর নিয়েছেন। কিন্তু এখনও অজিদের সব চেয়ে পছন্দের ক্রিকেটারদের মধ্যে রয়েছেন সদা হাস্য এই তারকা ক্রিকেটার। হলিউড স্টাইলে এবার ক্রিকেট খেলতে মাঠে এলেন ওয়ার্নার। বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডার্সের হয়ে খেলেন তিনি। প্রতিপক্ষ দল সিডনি ওয়ার্ডার্সের হয়ে খেলতে হেলিকপটারে করে মাঠে এলেন এই বাঁহাতি ব্যাটার। বরাবরই ক্রিকেটের বাইরেও মজাদার কাজকর্মের জন্য পরিচিত ওয়ার্নার। তবে এভাবে হেলিকপ্টারে করে সরাসরি সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচ খেলতে আসা বোধহয় তার থেকে কেউ আশাই করতে পারেননি। কিন্তু ওয়ার্নার এমনই অন বন্ড অফ দ্য ফিল্ড, বরাবরই সবার মন জিতে নেন। জীবনে যত সমস্যা বা মন খারাপই থাকুক না কেন,তা ঢেকে এন্টারটেন করতে পারেন ভক্তদের।