Congress president Mallikarjun Kharge, convener of the India Alliance, sealed Mamata Banerjee’s proposal.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ভারতীয় রাজনীতিতে বারবার তার নাম উঠে এসেছে বর্তমানে তিনি সর্বভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খড়গে। যিনি বর্তমানে কর্ণাটক থেকে রাজ্যসভার সদস্য এবং ১৬ ফেব্রুয়ারি ২০২১ থেকে রাজ্যসভার বিরোধী দলের নেতা ছিলেন। দিল্লির মসনদে যখন কংগ্রেসের সরকার ছিল সেই সময় তিনি রেলমন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে মল্লিকার্জুন খাড়গের নামই প্রস্তাব করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সম্মতি দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রস্তাবে সাড়া দিয়েই আহ্বায়ক হিসেবে বেছে নেওয়া হলো মল্লিকার্জুন খাড়গেকে।
ইন্ডিয়া জোটের ভার্চুয়াল বৈঠকে তিনটি বিষয় নিয়ে এদিন আলোচনা হওয়ার কথা ছিল। প্রথমত, ইন্ডিয়া জোটের আহ্বায়ক কে হবেন, তাও চূড়ান্ত হওয়ার কথা ছিল এই বৈঠকে। আহ্বায়ক হিসেবে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নাম প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি সেই পদ গ্রহণে রাজি হননি। আর তাই কংগ্রেস সভাপতির মল্লিকার্জুন খাড়গের নাম আহ্বায়ক হিসেবে ঘোষণা করা হয়। কেন্দ্রের মোদি সরকারের বিরুদ্ধে কী কী এজেন্ডা নিয়ে এগোনো হবে, তা নিয়ে হয় আলোচনা। আসন বণ্টন নিয়ে অর্থাৎ কোন রাজ্যে কী হিসাবে আসন ভাগাভাগি হবে। কিন্তু তা নিয়ে এদিনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।শেষ মুহূর্তে বৈঠকের সিদ্ধান্ত হওয়ায় তৃণমূলের তরফে কেউ যোগ দেননি। ঘাসফুল শিবিরের দাবি, ঠিক কী বিষয় নিয়ে তড়িঘড়ি বৈঠক ডাকা হচ্ছে, তা স্পষ্ট ছিল না। সেই কারণেই তৃণমূলের তরফে কোনও প্রতিনিধি ছিলেন না।আসন্ন লোকসভায় বিজেপির বিরুদ্ধে কোন স্ট্র্যাটেজিতে এগোনো হবে? বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে কি কি পথ অবলম্বন করা যেতে পারে সে বিষয় নিয়ে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হল না শনিবারের বৈঠকে।