India won the first T20 match against Afghanistan.
দেশ
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক : ঘরের মাঠে স্বাভাবিকভাবেই ফেভারিট হিসেবে শুরু করেছিল টিম ইন্ডিয়া। হয়েছেও তাই। 1১৫৯ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে সহজেই জয়ের জন্য প্রয়োজনিয় রান তুলে নেয়। টি20 বিশ্বকাপের আগে এটাই শেষ টি20 সিরিজ ভারতের। ফলে সিরিজে ভালো পারফরমেন্স যে খুবই জরুরি তা বলাই বাহুল্য। ম্যাচে ৪ ওভার হাত ঘুড়িয়ে ২৩ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছিলেন অক্ষর প্যাটেল। ম্যাচের শেষে অক্ষর বলছেন, এই জয়গুলো অনেকক্ষেত্রেই আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করবে। আগের মতো আর একরকম বোলিং নয়, বরং অক্ষরের বোলিংয়ে এখন এসেছে অনেক বেশি বৈচিত্র। সেই সব অস্ত্রই এই সিরিজে ঈষাণ দিয়ে নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার।বিভিন্ন সময় বিভিন্ন অধিনায়কের নেতৃত্বে খেলতে হচ্ছে। কারোর অধিনায়কত্ব খেলতে কি বাড়তি সুবিধা হয়, এই নিয়ে সেভাবে মুখ খুললেন না অক্ষর। ঘুড়িয়ে নিজের স্থান দলে মজবুত করতে অক্ষর বললেন সব অধিনায়কের তত্তাবোধানে সেরা খেলাটা দেওয়াই জরুরি। আর রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়া দুজনেই ভালো অধিনায়ক। তারা প্রত্যেকেই বোলারের পাশে থাকেন। সেই কারণে বোলাররা নিজেদের সেরাটা দিতে পারে, বলছেন অক্ষর।সামনের ম্যাচগুলোয় দ্রুত নিজের ভ্যারিয়েশনগুলো ঝালিয়ে নিতে চান এই বাহাতি স্পিনার।