The Prime Minister will come to the state on Saturday next week.
দ্যা হোয়াইট বাংলা ডিজিটাল ডেস্ক: রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামি সপ্তাহের শনিবারই এরাজ্যে আসবেন প্রধানমন্ত্রী। সেদিন হাওড়ায় বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তির হয়ে প্রচার করবেন তিনি। সেই সভামঞ্চেই উপস্থিত থাকবেন উলুবেড়িয়ার বিজেপি প্রার্থীও। এদিকে পরের দিন অর্থাৎ রবিবার প্রধানমন্ত্রী সভা করবেন সিঙ্গুরে, যেই মাটি থেকে পরিবর্তন শুরু হয়েছিল। ইতিমধ্যেই সিঙ্গুরে তৃণমূলকে সরিয়ে পদ্মফুল ফুটিয়েছেন লকেট চট্টোপাধ্যায়, তাঁর সমর্থনে জনসভা করতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই সভাতেই উপস্থিত থাকার কথা শ্রীরামপুরের প্রার্থী কবীরশঙ্কর বসু এবং আরামবাগের বিজেপি প্রার্থী অরূপকান্তি দিগরের। সিঙ্গুর ছাড়াও আরামবাগে গত লোকসভায় পারফরমেন্স ভালো ছিল বিজেপির। সেই কারণে সরাসরি প্রধানমন্ত্রীর নজরে এসেছে এই কেন্দ্র। এর আগে মার্চ মাসের শুরুতেও আরামবাগে সভা করেছিলেন তিনি। দুসপ্তাহ পরই রয়েছে ভোট, তাই শেষ বেলায় প্রধানমন্ত্রীর সফর যে বেশ উৎসাহ দেবে বিজেপির কর্মি সমর্থকদের তা বলাই বাহুল্য। বিজেপির আশা ভোটাররাও উৎসাহিত হয়ে দুহাত উজার করে ভোট দেবেন নরেন্দ্র মোদীর বিজেপিকে।